খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

মোংলায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

মোংলা প্রতিনিধি

মোংলা পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে মোংলা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের শাপলা চত্বর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও দীপংকর দাশ একাধিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাতে বিক্রয় সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে ৭ প্রতিষ্ঠানকে ২হাজার করে ১৪ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা কৃত প্রতিষ্ঠান গুলি হল, বাগেরহাট ষ্টোর, মদিনা ষ্টোর, খানজাহান ষ্টোর, বুলবুল ষ্টোর, মাহাতাব ষ্টোর, রোকেয়া ষ্টোর ও অপুর্ব ষ্টোর

এমন অভিযানে সন্তোষ্টি প্রকাশ করে জন দুর্ভোগ কমাতে প্রশাসনের নিয়মিত এমন অভিযান দাবি করেন স্থানীয়রা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, সড়কে যানজটের মূল কারণ হচ্ছে ফুটপাত দখল করে গড়ে উঠা অস্থায়ী দোকান ও স্থাপনা। ফুটপাত দখলের কারণে শহরে জন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এসবের কারণে সড়কে শৃঙ্খলা নেই। জনকল্যাণে প্রতিটি সড়কের ফুটপাত দখল করে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করতে অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!