খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

বেলুন নিয়ে উত্তেজনা : চীন সফর স্থগিত ব্লিনকেনের

গেজেট ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে কথিত চীনা গোয়েন্দা বেলুনের উপস্থিতি নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীন সফর স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্র ওই ঘটনাকে তার দেশের সার্বভৌমত্বের ‘অগ্রহণযোগ্য’ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। আগামী রোববার এই সফর শুরু হওয়ার কথা ছিল।

ব্লিনকেন বলেন, ‘খুবই গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তথা আমাদের আকাশে নজরদারি বেলুনের উপস্থিতি আমাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সুস্পষ্টভাবে অগ্রহণযোগ্য।’

মার্কিন আকাশে বেলুনের উপস্থিতির জন্য চীন দুঃখপ্রকাশ করে একে আবহাওয়া গবেষণায় নিয়োজিত বেসামরিক আকাশযান হিসেবে অভিহিত করে বলেছে, ‘সীমিত স্ব-নিয়ন্ত্রণ সক্ষমতার কারণে’ এটি ‘তার পরিকল্পিত স্থান থেকে অনেক দূরে সরে গেছে।’

তবে মার্কিন প্রশাসন বলছে, আকাশযানটি ছিল ‘দূর আকাশের নজরদারি বেলুন।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্লিনকেনের সফর স্থগিত করার কথা ঘোষণা করে জানান যে দুই দেশের মধ্যকার তীব্র প্রতিযোগিতা ‘যৌক্তিক পর্যায়ে ব্যবস্থাপনার’ করার জন্য ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকবে।

ব্লিনকেন পরে বলেন, ‘চলমান’ ইস্যুটি মীমাংসার জন্য বেইজিংয়ের সাথে কাজ করে যাবে ওয়াশিংটন।

তিনি বলেন, ‘প্রথম পদক্ষেপ হবে নজরদারি বস্তুটিকে আমাদের আকাশ থেকে সরিয়ে নেয়া। আমরা এখন এর দিকেই নজর দিয়েছি।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, বিষয়টি নিয়ে ফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে কথা বলেছেন ব্লিনকেন।

সম্পর্কে টানাপোড়েন বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে কয়েক বছর ধরেই কয়েকটি বিষয় নিয়ে টানাপোড়েন চলছে। বাণিজ্য সমস্যা, তাইওয়ানের মর্যাদা, দক্ষিণ চীন সাগরে চীনের উপস্থিতি, ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান চীনা প্রভাব দমনে মার্কিন উদ্যোগ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্যও চীনকে হুঁশিয়ারি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যকার এসব উত্তেজনা প্রশমিত করার জন্যই ব্লিনকেনের চীন সফরের কথা ছিল। এটা হতো ২০১৮ সালের পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর।

সূত্র : আল জাজিরা

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!