মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নেতৃত্বে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলিট বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শালতলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি এইচ এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হা: মাও: মোশররফ হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি- এস আবু বকর, ইসলামী শ্রমিক আন্দোলন বাগেরহাট জেলা শাখার, সাধারণ সম্পাদক মূফতী নুরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি এইচ এম হোসাইন আহমাদ প্রমুখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন