অস্বাস্থকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে র্যাব ৬ এর ভ্রাম্যমাণ আদালত দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এদের একজনকে জরিমানসহ ১ মাসের বিনাশ্রম কারদন্ড ও অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। রোববার র্যাব ৬ ঝিনাইদহের সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গোপনে জানতে পারে সদর থানা এলাকায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের মাধ্যমে তারা সেখানে অভিযান চালায়। এ সময়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ঘোষ সুইটস্ এন্ড দধি ভান্ডারের মালিক রবিন কুমার ঘোষকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ১ হাজার টাকা ও সুইট হোটেল এর ম্যানেজার মো: ইছাহক আলীকে ২০,হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
পরবর্তীতে কারাদন্ডপ্রাপ্ত রবিন কুমার ঘোষকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় এবং জরিমানার টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা কর হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড