মোংলায় দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোররা আলমারি ভেঙ্গে নগদ ৯৭ হাজার টাকা চুরি করে পালিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার বেলা ১১ টার দিকে মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের খোছেরডাঙ্গা কবি জসিম উদ্দীন সড়কে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী আসমা আক্তার বলেন, তিনি একজন চাকরীজীবী। সকালে মাকে বাড়িতে রেখে অফিসে চলে যান তিনি। মা ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে গেলে পাশ্ববর্তী বাড়ির ভাবী ফোন করে জানান তার ঘরের তালা ভঙ্গা। সংবাদ পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। এ সময়ে তিনি আলমারী ভাঙ্গা দেখতে পান। আলমারির ভেতর রক্ষিত ৯৭ হাজার টাকা নিয়ে চোররা পালিয়ে যায়। এ ঘটনায় তিনি মোংলা থানায় অভিযোগ দায়ের করেছেন। চাকরীর সুবাধে তার স্বামী বাগেরহাটে থাকেন বলে তিনি জানিয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনা গেজেট/ এসজেড