সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কলকাতায়ও মুক্তি পেলো শাহরুখের ‘পাঠান’

গেজেট ডেস্ক

সারা ভারতের সঙ্গে শাহরুখ খানের বিতর্কিত ছবি ‘পাঠান’ বুধবার সাতসকালে মুক্তি পেল কলকাতায়। দক্ষিণ কলকাতার একটি শপিং মল এর মাল্টিপ্লেক্স এ পাঠান-এর মুক্তি উপলক্ষে ভোর ছটা থেকে ছিল মানুষের ভিড়। সব প্রথা ভেঙে কলকাতার বেশ কিছু হলে পাঠান মুক্তি পেল সকাল সাতটায়। আজ মেনকা সিনেমা হলের সামনে পাঠানের মুক্তি উপলক্ষে শাহরুখ খান আর্মি আয়োজন করেছে ব্যান্ড এর, ঘোড়ায় টানা গাড়ির, শোভাযাত্রার এবং প্রথম শো দেখতে আসা মানুষদের জন্যে উপহার। যেহেতু, চার বছর পরে শাহরুখ খান আবার রজত পর্দায় ফিরছেন, তাই ভক্তদের আগ্রহ আকাশছোঁয়া। যেহেতু, পাঠান নিয়ে উগ্র ধর্মত্ব গ্রুপের সাবধান বার্তা আছে। তাই পুলিশও প্রস্তুত যে কোনও অপ্রীতিকর অবস্থার মোকাবিলার জন্য। অবশ্য সেন্সর বোর্ড ছবির এগারো জায়গায় কাঁচি চালাবার পর বিক্ষোভকারীরা একটু সংযত হয়েছে। তবে, এখনও বিক্ষোভ হতে পারে এমন আগাম খবর পুলিশের কাছে আছে। শাহরুখ খান সপরিবারে ছবিটি দেখেছেন, দেখেছেন দীপিকা পাডুকোন এবং অন্যতম অভিনেতা জন আব্রাহামও। আপত্তিকর কিছু ছবিতে নেই বলেই ছবির সমালোচকরা জানাচ্ছেন।

খুলনা গেজেট/ বিএমএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন