শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

টাকা গুণতে গিয়ে কাবু হবু বর, বিয়ে ভাঙ্গল কনে

আন্তর্জাতিক ডেস্ক

টাকা গুণতে না পারায় বিয়ের মাঝপথেই তা বন্ধ করে দিলেন এক কনে। এমনটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজর করা হয়। বিয়ের আসরে কনের পরিবারের সবার সন্দেহ হয় বর মানসিক ভারসাম্যহীন। বিষয়টি পরীক্ষা করার জন্য বরকে ১০ টাকার ৩০টি নোট গুনতে দেয়া হয়। কিন্তু বর নোট গুনতে ব্যর্থ হন।

আর এ কারণেই বিয়ে বাতিল করে দেন কনে। এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বিতণ্ডা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দুপক্ষকে নিয়ে সমস্যাটি মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবে কনে বিয়ে করতে রাজি হননি। ফলে বাধ্য হয়েই বরপক্ষকে খালি হাতে চলে যেতে হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন