ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রদের মিলনমেলা-২০২৩ উদযাপিত হচ্ছে। শনিবার (২১জানুয়ারি) সকালে বিদ্যালয়ের এ্যাসেম্বলি শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে। যা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয় ।
সেখানে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুগ্ম-সচিব অজিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার আরিফুল হক, উদযাপন কমিটির সদস্য সচিব ডাক্তার মোশাররফ হোসেনসহ আরও অনেকে। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করেন।
এদিকে পুনর্মিলনী উপলক্ষে ব্যানার ফেন্টুন, রং-বেরংয়ের বাতির আলোয় পুরো বিদ্যালয় ক্যম্পাস ও খেলার মাঠ রঙ্গিন হয়ে উঠেছে।
বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য, হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলন মেলার ভিতর দিয়ে পালিত হচ্ছে । খোলামেলা পরিবেশে সবুজ ক্যাম্পাসটি সেদিন সেজেছিল নতুনের বার্তা নিয়ে।
এদিন সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট লোক সংগিত শিল্পী মমতাজ বেগম এমপি উপস্থিত থাকবেন।
এছাড়া জনপ্রিয় ব্যান্ড দল মিজান এ্যান্ড ব্রাদার্স পারফর্ম করার কথাও রয়েছে।