মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান মীর এরশাদ আলী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। এ বিষয়ে বৃহস্পতিবার(১৯ জানুয়ারী) প্রঞ্জাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়।

সেখানে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীর চাকুরী নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অপরদিকে মোংলা বন্দরের চেয়াম্যান হিসেবে দায়িত্বে থাকা রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগের জন্য নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার চাকুরী সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন