গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফকিরহাট উপজেলার সদর এলাকার একটি বেকারীর কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ওই বেকারীর প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গভীর রাতে ফকিরহাট সদর এলাকার মো: খোকন শেখের বেকারীর কারখানায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় কারখানা মালিক বাড়ি থেকে বের হয়ে কারখানায় আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন ছুটে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাদের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আসে। অগ্নিকান্ডের খবর পেয়ে রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন ওই
ঘটনাস্তল পরিদর্শন করেন।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শামসুর রহমান জানান, কারখানায় বেকারী তৈরির ওভেনের তাপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে কারখানার ভেতরে থাকা সকল জিনিসপত্র ও খাদ্যপণ্য পুড়ে গেছে বলে তিনি আরও জানান।