খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে তামার তারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ২ জনকে আটক করেছে খুলনা আনসার ব্যাটালিয়ান-৩ সদস্যরা। সোমবার (১৬ জানুয়ারি) সকালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের পশ্চিম পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন- গোপালগঞ্জের সোনাডাঙ্গা উপজেলার বানস্বরদী গ্রামের মো: ইফাজুল ইসলাম (১৮) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাড়ারা গ্রামের মো: আবু হানিফ (১৮)। খুলনা ৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে দলটি বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের পশ্চিম পাশ থেকে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম ও ৬ কেজির অধিক তামার তার উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক আরো বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধার করা মালামালসহ দুই চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এছাড়া রামপাল থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ২০২২ সালে মে মাস থকে এখন পর্যন্ত ৫০টির অধিক অভিযানে প্রায় ৫৩ লাখ ৩ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!