সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

আল্লামা শাহ আহমাদ শফী এর স্মরণে খুলনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে বাগমারা মারকায মিলনায়তনে সোমবার বিকাল ৫ টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান। প্রধান অতিথি ছিলেন ইত্তেফাকুল মুসলিমীন এর কেন্দ্রীয় মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া।

প্রধান অতিথি বলেন, ‘শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী ছিলেন এ উপমহাদেশের একজন আধ্যাত্মিক রাহবার। তিনি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন ও বুজুর্গ ছিলেন। হযরতের মৃত্যুতে আলেম সমাজসহ গোটা দেশবাসী শোকাহত। আমরা শায়খুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করছি এবং শায়েখের রেখে যাওয়া কাজ গুলিকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

উপস্থিত ছিলেন মুফতী জাকির হুসাইন, মুফতী আব্দুল্লাহ, মুফতী হুমায়ুন কবীর, মাওলানা জাফর আহমাদ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবুল খায়ের, মাওলানা ইকবাল হুসাইনসহ প্রমূখ নেতৃবৃন্দ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন