খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত
  প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু, চলবে বিকাল ৪টা পর্যন্ত

ফুলতলায় ভোক্তার অভিযান, ৪ হাজার টাকা জরিমানা

ফুলতলা প্রতিনিধি

অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে সংরক্ষণের অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর ১ টার দিকে ফুলতলা উপজেলার জামিরা সড়কে অভিযান চালায় সরকারি এ প্রতিষ্ঠন।

জরিমানা প্রাপ্ত দু’টি প্রতিষ্ঠান হলো, মিতা সুইটস ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার ফুলতলা বাজারে অভিযান চালায়। বাজারের চৌরঙ্গী মোড়ে নোংড়া পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও মিতা সুইটস এ অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা করে। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!