মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

মোংলা প্রতিনিধি

খুলনা মোংলা মহাসড়কের মোংলা দিগরাজ আপা বাড়ি নামক স্থানে মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে পাচঁটার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর মন্ডল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাগর আপাবাড়ি এলাকার সমর মন্ডলের ছেলে। এবং দিগরাজ বিএন স্কুল এন্ড কলেজের ছাত্র। এসময় তার সাথে মটরসাইকেলে থাকা নৃপেন (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান মঙ্গলবার বিকালে খুলনা থেকে মোংলাগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে মটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সাগর ও নৃপেনকে  দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন সাগর মন্ডল। আহত নৃপেনর অবস্থা আশঙ্কাজনক।
কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও ড্রাইবার বা হেলপার কে আটক করা সম্ভাব হয়নি। এ ব্যপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন