মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে বাস হেলপারের লাশ মিলল ঘেরে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

খুলনায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ফকিরহাটে দুর্ঘটনা কবলিত বাসের হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের জনৈক নজরুল ইসলামের ঘের হতে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত হেলপার রূপসা উপজেলার বাগমারা এলাকার কাজী সেলিমের ছেলে কাজী জুয়েল রেজা।

শুভদিয়া ক্যাম্পের ইনচার্জ আইসি মো: হাসান বলেন, শুক্রবার প্রধানমন্ত্রী ব্যক্তিগত সফরে খুলনার দিঘলিয়ায় আসেন। সেখানে যোগ দিতে ফকিরহাট উপজেলার কয়েকজন চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা দুপুর খুলনার উদ্দেশ্যে একটি বাস নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দুর অতিক্রম করার পর শুভদিয়া গ্রামের জনৈক নজরুল ইসলামের ঘেরের সন্নিকটে পৌছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানকে সাইড দিতে গিয়ে মাটি ভেঙে বাসটি ওই ঘেরের মধ্যে পড়ে যায়। ওই দিন দুর্ঘটনা কবলিত বাস থেকে সকলে বের হতে পারলেও বের হতে পারেনি হেলপার।

তিনি আরও বলেন, রোববার বিকেলে ওই ঘের থেকে বাস উদ্ধার করা হয়। এদিন তার লাশ উদ্ধার হয়নি। পরবর্তীতে সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা জুয়েলের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের পরিবার তার মরদেহ শনাক্ত করেছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন