চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ফের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড.শহীদুল ইসলাম আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক খন্দকার আতাউল গণি।
শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত সাড়ে ১২টায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলমান ছিল। এসময় ভিএক্স গ্রুপের নেতাকর্মীদের সোহরাওয়ার্দী হল মোড় ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীদের শাহ আমানত হল সংলগ্ন এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
দুই পক্ষের সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এসময় চোখে আঘাত পান ড.শহীদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই উপগ্রুপ সিক্সটি নাইন ও ভিএক্স। এ ঘটনায় ৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়াও গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
খুলনা গেজেট/ এসজেড