খুলনা, বাংলাদেশ | ৩ কার্তিক, ১৪৩১ | ১৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্ট গণহত্যার তথ্য সংগ্রহে সরকারের গণবিজ্ঞপ্তি জারি
  গণফোরাম, এলডিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিকালে
  শিক্ষার্থী ইকরামুল হত্যা : কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে

নগরীতে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই !

নিজস্ব প্রতিবেদক

নগরীর সার্কিট হাউজ মোড় থেকে মনোলিপ কন্সট্রাকশন কোম্পানীর ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী তারিকুল আলম। কোম্পানীর মালিক কেসিসির ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার। তারিকুল টাকা নিয়ে মাহবুব কায়সারের অফিসে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

তারিকুল ইসলাম জানান, অগ্রণী ব্যাংক স্যার ইকবাল রোড শাখা থেকে ব্যবসায়িক কাজে ২ লাখ টাকা নিয়ে কাষ্টমঘাটে মাহবুব কায়সারের অফিসে যাচ্ছিলেন। এসময় সার্কিট হাউজ মোড়ে ৩ টি মোটর সাইকেলে ৮ জন দুর্বৃত্তকারী তার রিকশাকে ঘিরে ফেলে। এসময় বেশিরভাগ দুর্বৃত্তকারীর মাথায় হেলমেট ছিল। তারা তারিকুলকে মারধর ও গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলগুলো হাজী মহসিন রোডের দিকে চলে যায়। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এ ঘটনার জানতে চেয়ে অনেকেই ফোন দিয়েছেন। তবে এখনও আমার কাছে কোন অভিযোগ আসেনি।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!