খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি যাওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এরা হলেন মো. মাহবুব খাঁ, সাজু আহমেদ, সজীব পিয়াদা দিদারুল ইসলাম ও রবিউল ইসলাম।
সোমবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাকিলুজ্জামান জানান, নিজস্ব সোর্স ও প্রযুক্তির সহায়তায় গত ২২ সেপ্টেম্বর দিদারুল ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা, কক্সবাজারের কুতুবদিয়া থেকে অন্য ৩ জনকে গ্রেপ্তার করা হয়। চুরির পর তারা এসব ল্যাপটপ বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেন।
গত ৭ জুন ভোরে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের গ্রিল কেটে এইচপি ব্রান্ডের ২১টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন।
খুলনা গেজেট/নাফি