সুতারখালী নদী ভাঙনের ঝূঁকিতে পড়েছে দাকোপ উপজেলার কালাবগী বাজার জামে মসজিদ। যে কোন মুহূর্তে মসজিদটি নদী গর্ভে হারিয়ে যেতে পারে। এ অবস্থায় বিপাকে পড়েছেন স্থানীয় মুসল্লীরা। তারা বলেছেন নদী ভাঙনের কারণে বাজারে আরেকটি নতুন মসজিদ নির্মাণ কাজ শুরু হলেও অর্থ সংকটে সেটি শেষ করা যাচ্ছেনা। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সুতারখালী ঘুরে এ তথ্য জানাগেছে।
স্থানীয় বাসিন্দা ও মুসল্লীরা জানান, কালাবগী বাজার জামে মসজিদের দক্ষিণ দিকের বড় একটা অংশ সুতারখাখী নদীর ভাঙ্গণে বিলীন হয়ে গেছে। বাকী অংশও ঝুঁকিতে রয়েছে। এমন অবস্থায় বর্তমানে ওয়াপদা রাস্তার অভ্যন্তরে জায়গা নিয়ে নতুন মসজিদের নির্মাণের কাজ চলছে। কিন্তু টাকার অভাবে তারা নির্মাণ কাজ সমাপ্ত করতে হিমশিম খাচ্ছেন। বাকী কাজ সমাপ্ত ও নামাজের উপযোগী করে তুলতে আরো অন্ততঃ কয়েক লাখ টাকর প্রয়োজন।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান গাজীসহ অন্যরা জানান, গত এক বছরের মধ্যে মসজিদের নির্মাণ কজ শেষ না হতেই ভাঙগনের কললে পড়ে সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এলাকাবাসী নিম্ন আয়ের লোকজন। সে কারণে তাদেরও চাপ দেয়া যাচ্ছেনা।
তারা জানান, নিজস্ব নগদ টাকা ও সামান্য সরকারি অনুদান নিয়ে মসজিদ নির্মাণের কাজে হাত দিই। বর্তমানে মসজিদের নির্মাণ কাজ টাকার অভাবে বন্দ হবার উপক্রম। এমন মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। মসজিদটি সুন্দরবন লাগোয়া সুতারখালী নদীর পশ্চিম পাড় কালাবগী ৯নং ওয়ার্ডের কালাবগী বাজারে অবস্থিত।
ভুক্তভোগীরা জানান, মসজিদের বাকী কাজ শেষ করতে না পাললে খোলা জায়গায় নামাজ পড়তে কষ্ট হচ্ছে। ইউনিয়ের সর্ব দক্ষিনে নদীবেষ্টিত হয়ায় নানা প্রতিকূল মধ্যে ভাংগন তাদের পিঁছু ছাড়ছে না। স্থাপনা,বাড়িঘর ও জমিজমা ভাঙন কবলে বিলীন হয়ে যাচ্ছে।
খুলনা গেজেট/কেডি