খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘পূর্বের খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বর্তমান কুয়েটের জন্ম। উন্নয়ন কাজের জন্য ভূমি অধিগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়া। এক্ষেত্রে সরকার ন্যায্যমূল্য প্রদানের চেষ্টা করে। অতীতে ভূমির মালিকদের অধিগ্রহণের টাকা পেতে ভোগান্তি পোহাতে হতো। মানুষের হয়রানি দূর করতে প্রশাসন এখন মালিককে ডেকে এনে চেক বিতরণ করে। রূপসা ব্রিজ, রামপাল পাওয়ার প্লান্ট, খুলনা-মোংলা রেলপথ, নির্মাণধীন খানজাহান আলী বিমান বন্দরের ভূমি অধিগ্রহণের টাকা পেতে মালিকদের হয়রানি হতে হয়নি।’
অনুষ্ঠানে ৩৫ জন ক্ষতিগ্রস্ত ভূমিমালিকের হাতে ৩০ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এনএম