খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে তীব্র শীত আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দূর্ভোগে আছে নিম্ন আয়ের মানুষ। তবে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালের পরে উঁকি দিয়েছে সূর্য। এর আগে গত দুদিন কিছু স্থানে দেখা মেলেনি সূর্যের। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত প্রচন্ড শীত। চলমান শৈত্যপ্রবাহ শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি, সাতক্ষীরায় ১১.২ ডিগ্রি, খুলনায় ১৩ ডিগ্রি বাগেরহাটের মোংলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত দুই দিন সূর্যের দেখা মেলেনি। কোথাও কোথাও বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। ফলে ঠান্ডায় প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।

খুলনার রায়ের মহল কলেজের শিক্ষার্থী লিখন বলেন, খুলনায় খুব বেশি ঠান্ডা পড়েছে। দুদিন সূর্যের দেখা মেলেনি, সাথে ঘন কুয়াশা ছিল। আজ দুপুরে সূর্য উঠেছে। তবে ঠান্ডা রয়েছে। কাজ ছাড়া ঘর থেকে বের হতে মন চায় না।

খুলনা আবহাওয়া অফিসার ইনচার্জ আমিরুল আজাদ বলেন, খুলনা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার শৈত্যপ্রবাহ থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!