খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাব মিলনায়তনে সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা দরকার হয়। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সেই আন্তরিক প্রচেষ্টায় অনেক দূর এগিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সার্বিক অগ্রগতি অর্জনে প্রশাসনকে সুন্দরভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, তাদের এ অব্যাহত প্রচেষ্টায় শীঘ্রই খুলনা বিশ্ববিদ্যালয় দেশে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি সদ্যবিদায়ী কমিটিকে সাফল্যের সাথে তাদের কর্মমেয়াদ সম্পন্ন করায় ধন্যবাদ জানান এবং নতুন কমিটর কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর মো. শরীফ হাসান লিমনের সভাপতিত্বে প্রথমপর্ব অনুষ্ঠিত হয়। এরপর প্রথা অনুয়ায়ী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মতিউল ইসলাম নতুন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীর হাতে সমিতির তথ্য সম্বলিত পেন ড্রাইভ তুলে দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে নতুন কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এসময় বিদায়ী কমিটির সকলকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি তাদের কর্মকালে সমিতির কাজে আন্তরিকভাবে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। নতুন সভাপতি আগামী এক বছর তাদের দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। প্রথমপর্বের অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম এবং দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী। অনুষ্ঠানে সমিতির সাধারণ সদস্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।