খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

আয়কর রিটার্ণ দাখিল সাড়ে ২৮ লাখ, আয় ৪১০০ কোটি টাকা

গেজেট ডেস্ক

চলতি ২০২২-২৩ অর্থবছরে ব্যক্তি শ্রেণির ২৮ লাখ ৫১ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা। গতবছরের তুলনায় এবার রিটার্ন জমা পড়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ বেশি এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে ২৪ দশমিক ৯৬ শতাংশ। এনবিআর সূত্র এসব তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ এবং এর বিপরীতে আয়কর এসেছিল তিন হাজার ২৮১ কোটি টাকার। বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন।

এনবিআর আরো জানায়, এবার রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন জমা পড়েছে ২ লাখ ৫০ হাজার। আবেদনকারীরা রিটার্ন দাখিল করলে চলতি অর্থবছরে রিটার্ন জমার পরিমাণ ৩১ লাখ ছাড়িয়ে যাবে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল গত ৩০ নভেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে রিটার্ন দাখিলের সময় ১ মাস বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ৩০ ও ৩১ ডিসেম্বর সরকারি ছুটি হওয়ায় গতকাল ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় পান করদাতারা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!