খুলনায় সড়কের সংস্কার কাজ চলাকালে পানি সরবরাহের খুলনা ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। নগরীর রূপসা ট্রাফিফ মোড় এলাকায় সোমবার (০২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই পাইপ দিয়ে দীর্ঘ সময় পানি বের হয়। তবে এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে থেকে স্কেভেটারের মাধ্যমে রূপসা ট্রাফিক মোড় এলাকায় শ্রমিকরা রাস্তা খোড়াখুড়ির কাজ শুরু করে। সোয়া ১০টার দিকে আকস্ষিকভাবে স্কেভেটারের আঘাতে ওয়াসার পাইপ লাইন ফেটে যায়। এ সময় তীব্র গতিতে পানি বের হতে শুরু করলে শ্রমিকরা দূরে সরে যায়। এক পর্যায়ে অপর স্কেভেটার দিয়ে পানি বন্ধ করার চেষ্টা চালানো হলেও তা কাজে আসেনি।
কর্মরত শ্রমিকরা নাম প্রকাশ না করে বলেন, পানির পাইপ লাইনের অবস্থান বুঝতে না পারায় ঘটনাটি ঘটেছে। পরে সংশ্লিষ্টদের জানিয়ে পানি নিয়ন্ত্রণ করা হয়েছে।
খুলনা গেজেট /বিএমএস