খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

কোটচাঁদপুর মডেল থানা চত্বরে বিষমুক্ত সবজি চাষ

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা চত্বর। একসময় শুধু ঘাসে ভরা ছিল। এখন সেখানে শোভা যাচ্ছে শীতকালীন সবজি, আছে ফুলের গাছও।

থানা চত্বরের অনাবাদি জমি খণ্ড খণ্ড করে এই সবজি চাষ করছেন পুলিশ সদস্যরাই। সকাল-বিকেলে যার যে সময় অবসর থাকে, সেই পুলিশ সদস্য নিজ হাতে সবজি ক্ষেত পরিচর্যায় নেমে পড়েন।

খণ্ড খণ্ড জমিতে এখন শোভা পাচ্ছে লালশাক, সবুজশাক, শালগম, আলু, বেগুন, মুলা, ঢেঁড়স, কপি, শিম, লাউ, মিষ্টিকুমড়াসহ নানা ধরনের শীতকালীন সবজি।

এ দৃশ্য দেখে থানায় সেবা নিতে আসা ব্যক্তিদেরও মন ভালো হয়ে যায়। কোটচাঁদপুর শহরের কাজী হায়াত আহমেদ জুয়েল বলেন, ‘কিছুদিন আগে একটি কাজে আমি থানায় গিয়েছিলাম। থানার আঙিনার প্রাকৃতিক পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লাগল।’এরপর নিজেও বাড়ির আঙিনায় সবজি চাষ শুরু করেন বলে জানান জুয়েল।

থানার পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র বলেন, ‘আমি নিজেই দুটি খাটালে লালশাক, বেগুন, লাউসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছি। নিজ হাতে পরিচর্যা করা গাছে ফল-ফুল এলে ভীষণ ভালো লাগে। তা ছাড়া কীটনাশকমুক্ত তরতাজা সবজিও পাচ্ছি এখান থেকে।’

থানার ওসি মঈন উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রতিটি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে। এ কথায় উদ্বুদ্ধ হয়েই আমরা সবাই থানা চত্বরের পতিত জমি কাজে লাগানোর চেষ্টা করেছি বা করছি। এতে আমরা যেমন বিষমুক্ত সবজি নিজ হাতে তুলে খেতে পারছি, অন্যদিকে অবসর সময় সবজিক্ষেত পরিচর্যার মাধ্যমে ভালো সময় কাটছে।’

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!