মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে ঘর থেকে ব্যবসায়ির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার ছোট খাজুরা এলাকা থেকে জাহাঙ্গীর মোড়ল (৪৫) নামে এক পোলিট্র মুরগী ফার্মের মালিকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শুভজিৎ পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে জাহাঙ্গীর মোড়ল ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা সঠিকভাবে জানাতে পারেনি।

নিহতের পরিবার জানান, ব্যবসায়কি ক্ষতির জন্য তিনি মানুষিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন