বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফেডারেশন কাপ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী

গোপালগঞ্জ প্রতিনিধি

ফেডারেশন কাপ ফুটবল টুর্ণামেন্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে এক গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলেছে চট্টগ্রাম আবাহনী।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। খেলার প্রথমার্ধে রক্ষণাত্মক খেলা শুরু করে দুই দল। তবে একাধিক সুযোগ নষ্ট করায় গোল শূন্য দিয়ে বিরতিতে যায় দুই দল।

খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। কিন্তু গোল মিসের মহরায় গোল বঞ্চিত থাকতে হয় দুই দলকে। তবে খেলার শেষ বাঁশি বাজার আগে ৯০ মিনিটে বিদেশী খেলোয়াড় ডেভিড ইফুগু’র একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

খুলনা গেজেট/ বিএমএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন