মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাটে বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মোঃ হাবিল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ জানায়, বাগেরহাটের ফকিরহাটে একটি মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রীকে (১৫) আসামী হাবিল শেখ মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে নানা ধরনের কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী তার প্রতি ক্ষিপ্ত হয়।

গত ১২ ডিসেম্বর রাত ৯ টার দিকে ওই ছাত্রী তার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একই দিন রাত সোয়া ২ টার দিকে হাবিল শেখ তার বসতঘরের বেড়া ভেঙ্গে সুকৌশলে ভিতরে প্রবেশ করে। এসময় লোহার রড দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভিকটিমক ধর্ষণ করে৷ এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে তার বাবা-মা চলে আসে। তখন আসামী হাবিল শেখ লোহার রড দিয়ে ভিকটিমের মায়ের হাতে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন৷ এ ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং এই ধর্ষককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণকারী মোঃ হাবিল শেখকে গ্রেপ্তার করে। তাকে ফকিরহাট থানায় হস্তান্তরের কাজ চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন