খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতার বিষয়টি বিবেচনায় নিতে হবে : মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মহানগরীতে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতার বিষয়টি বিবেচনায় নিতে হবে। কেননা জলবায়ু পরিবর্তনজনিত কারণে রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট ইত্যাদির স্থায়িত্ব হ্রাস পাচ্ছে। টেকসই উন্নয়নের জন্য তিনি উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সিটি মেয়র সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ‘আইসিএলইআই’ সাউথ এশিয়া-বাংলাদেশ’ এর কর্মকর্তাদের সাথে কেসিসি কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। মহানগরীতে জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও দক্ষ জনবল গড়ে তুলতে সহযোগিতার জন্য এ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, সংস্থাটি স্থানীয় সরকারের জন্য টেকসই উন্নয়ন সহায়ক জ্ঞানভিত্তিক পণ্য প্রণয়ন এবং এ সংক্রান্ত পরিসেবা প্রদান, টেকসই উন্নয়ন সহায়ক পাইলট প্রকল্প বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারকে কারিগরি সহায়তা প্রদান এবং ত্রে বিশেষে স্থানীয় সরকারের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অর্থ প্রদানকারী সংস্থাগুলির সাথে সম্পৃক্তকরণে সহায়তা প্রদান; প্রশিণ, জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা এবং সম্মেলন পরিচালনার মাধ্যমে স্থানীয় সরকারকে বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি সমসাময়িক জ্ঞান ও কর্মদতা বৃদ্ধিতে সহায়তা প্রদান এবং উপদেষ্টা ও পরামর্শমূলক সেবা প্রদান করে আসছে।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম (মুন্না), প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, আইসিএলইআই’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মোঃ জুবায়ের রশীদ, প্রজেক্ট অফিসার সাদেক মাহমুদ, কেসিসি’র সহকারী এস্টেট অফিসার মোঃ শেখ মাসুদ আলী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!