আর্জেন্টাইন ভক্তদের স্বপ্ন পুরণ হয়েছে দীর্ঘ ৩৬ বছর পর। খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত -সমর্থকদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। আর সবার বাড়তি আগ্রহ দলটির তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে।
সেই ভালোবাসার নিদর্শন হিসেবে আর্জেন্টিনার আকাশী নীল রংয়ে ট্যাটু কিংবা চুলে রং করাচ্ছেন তার ভক্তরা। কেউ বা আঁকাচ্ছেন মেসির জার্সি নাম্বার ১০।
সে রকমই এক কাণ্ড করেছেন ক্যারাবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকা রিপাবলিকানের এক মেসি ভক্ত। বিশ্বকাপ জয়ের পর মেসির ছবিতে নিজের হেয়ারস্টাইল করিয়েছেন এক ভক্ত। অ্যান্টন বারবার নামের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি পোস্টে সেই ছবিটি শেয়ার করা হয়।
অ্যান্টন বলেন, আমি ভাগ্যবান যে মেসি যুগের অন্তর্ভুক্ত হতে পেরেছি। ফুটবল ইতিহাস আবার লেখা হয়েছে। আমি বেশ কয়েকটি বিশ্বকাপ দেখেছি কেবল এই আশায় যে মেসি বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরবে। লাতিন আমেরিকা আজ জিতেছে।
এছাড়াও বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা তৃতীয় শিরোপা ঘরে তোলার পর থেকে অদ্ভুত চুল কাটার পাশাপাশি, মেসির ছবি ট্যাটু করতে ঝাঁপিয়ে পড়েছেন তার ভক্তরা।