নড়াইলের লোহাগড়ায় মালতি বালা ঘোষ (৭৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া থানা পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে।
নিহত বৃদ্ধা মালতি বালা ঘোষ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামের মৃত গুরুচরণ ঘোষের স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মালতি বালার এক ছেলে ও চার মেয়ে। ছেলে কুমিল্লায় পল্লী চিকিৎসক হিসেবে কাজ করেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে। বাড়িতে তিনি একাই বসবাস করেন। নিহত মালতি বালার বৌদি গায়ত্রী ঘোষ পাশের বাড়ি থেকে মালতিকে সকাল ৮টার দিকে রান্না করার জন্য ডাকতে যান। তিনি গিয়ে দেখেন ঘরে ঢোকার লোহার গ্রীল খোলা। বিছানায় তার লাশ পড়ে আছে। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। সাথে সাথে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।