খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে নানা প্রকার মেগা প্রকল্প সহ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে যেসব উন্নয়ণ কার্যক্রম চলছে তার ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। সেজন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। সেজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই।
সোমবার বিকাল ৪টায় নগরীর রূপসা ব্রিজ চত্ত্বরে সদর থানার ২৮, ৩২০ ও ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে যে উন্নয়নশীল দেশ হয়েছে, ২০৪১ সাল নাগাদ তা উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবেনা। আর এ অগ্রযাত্রার সহযাত্রী বাংলাদেশের সাধারণ জনগণ। আর এ সাধারণ জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। এই জনগণের শক্তিতে বলিয়ান হয়েই আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ও এ্যাড. আইয়ুব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও জামাল উদ্দিন বাচ্চু, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, শবনম সাবা, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, মীর বরকত আলী, নূর জাহান রুমী, বাবুল সরদার বাদল, এ্যাড. ফারুক হোসেন, মো. আযম খান, মো. শিহাব উদ্দিন, জেসমিন সুলতানা শম্পা, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আফরোজা জেসমিন বিথী, নাছরিন ইসলাম তন্দ্রা, শবনম মুস্তারী বকুল, মেহজাবীন খান, ফেরদৌস আলম রীতা, নাছরিন আক্তার, রেখা খানম, মাকসুদা খানম পাখি, মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।