কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরুর সময়ই মৃত্যুর গুঞ্জন ওঠে ফুটবল কিংবদন্তি পেলের। সে সময় গোটা ফুটবল বিশ্ব প্রার্থনা করেছেন পেলে যেন এবারের বিশ্বকাপের ফাইনাল দেখে যায়। সমর্থকদের সেই দোয়া কবুল করলেন ঈশ্বর।
হাসপাতালের বিছানায় শুয়ে উপভোগ করলেন কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলো। প্রতিনিয়ত উৎসাহ ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দল ও খেলোয়াড়দের।
ব্যতিক্রম হয়নি শ্বাসরুদ্ধকর আর নাটকীয়তায় ভরা বিশ্বকাপের ফাইনালে। হাসপাতালে বসে কাতার বিশ্বকাপের ফাইনাল উপভোগের পর আর্জেন্টিনা, মেসি এবং এমবাপ্পে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে স্মরণ করেছেন প্রিয় বন্ধু প্রয়াত ডিয়াগো ম্যারাডোনাকেও।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ফুটবলের রাজা পেলে লিখেছেন, ‘বরাবরের মতো একটি মনোমুগ্ধকর উপায়, ফুটবল তার গল্প বলেছে, আর মেসি প্রাপ্য বিশ্বকাপ জিতে নিয়েছেন।’
দুর্দান্ত খেলে ফাইনালে হারলেও গোল্ডেন বুট ওঠে কিলিয়ান এমবাপ্পের হাতে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এই ফরাসি তারকার প্রশংসা করেন ফুটবলের কালোমানিক। পেলে লেখেন, ‘আমার প্রিয় বন্ধু এমবাপ্পে, একটি ফাইনালে চারটি গোল (টাইব্রেকসহ) করেছেন। আমাদের খেলার ভবিষ্যতের জন্য এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে।’
প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কোকে ভুলেননি এই কিংবদন্তি। ‘আমি মরক্কোকে অভিনন্দন জানানো বন্ধ করতে পারি না। আফ্রিকার উজ্জ্বলতা দেখে খুব ভালো লাগছে।’
শেষ লাইনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে বন্ধু ম্যারাডোনাকে স্মরণ করে পেলে লেখেন, ‘নিশ্চয় ডিয়েগো এখন হাসছে।’
খুলনা গেজেট/ এসজেড