রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

শিরোপার ভাগ্য গড়াল টাইব্রেকারে

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের ফাইনাল বুঝি একেই বলে। শুরুতে দুই গোলে এগিয়ে থেকে বিশ্বকাপের শিরোপা জয়ের পথে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু এমবাপ্পের জোড়া গোলে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ে এসে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে নেন মেসি। কিন্তু ভাগ্য হয়ত খারাপই বলা যায় মেসির। পেনাল্টি থেকে আবারও গোল করে ফ্রান্সের ত্রাণকর্তা বনে গেলেন এমবাপ্পে। ফলে অতিরিক্ত সময়ে এসেও ৩-৩ গোলের সমতায় ম্যাচের সময় শেষ হওয়ায় শিরোপার ভাগ্য গড়াল টাইব্রেকারে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন