এমবাপ্পের হ্যাট্রিকে ফের সমতায় ফিরল ফ্রান্স। আর্জেন্টিনার জয় থামিয়ে দিলেন এমবাপ্পে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় ইনজুরি টাইমে। ইনজুরি টাইমের প্রথম ১৫ মিনিট কোনও গোল না হলেও পরের মিনিটে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসি। মেসির গোলের ১০ মিনিট পর গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। সেই সঙ্গে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। ফলে ৩-৩ গোলে সমতায় রয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স।