বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

অস্বস্তিতে প্রথম সেশন শেষ করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারতীয় দল। সফরকারীদের সাবধানী এক সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার।

১৫ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে দলটি। তাতে বাংলাদেশ বিরতিতে গেল বেশ অস্বস্তি নিয়েই। এই মুহূর্তে ভারতীয় দলের লিড গিয়ে দাঁড়িয়েছে ২৯০ রানে। লোকেশ রাহুল ২০ এবং শুভমান গিল ১৫ রানে অপরাজিত আছেন।

ভারতের বিপক্ষে গতকাল দ্বিতীয় দিন শেষে ২৭১ রানে পিছিয়ে থেকে ২ উইকেট হাতে রেখে দিন শেষ করেছিল বাংলাদেশ দল। তবে তৃতীয় দিনের শুরুতে এবাদত-মিরাজকে হারিয়ে অলআউট হয় টাইগাররা।

দিনের শুরুতেই নবম উইকেট হিসেবে ফিরে যান এবাদত হোসেন। কুলদীপ যাদবের বলে পান্তের ক্যাচের ফাঁদে পড়ে এই পেসার ফিরেছেন ১৭ রান করে। অক্ষর প্যাটেলের বলে ২৫ রানে থাকা অবস্থায় ফিরে যান পান্তের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে। ২৫৪ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ হয় বাংলাদেশের। তবে সুযোগ থাকলেও ভারতীয় দল ফলো অন না করিয়ে ব্যাটে নামে দ্বিতীয় ইনিংসে।

খুলনা গেজেট/ এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন