খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

ফলোঅনের শঙ্কা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আবারও ‘গোল্ডেন ডাক’ নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম বলে উইকেট হারানোর পর দলকে টেনে তুলতে পারলেন না লিটন, সাকিব কিংবা মুশফিকরা। প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে ৪৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে এখনও স্বাগতিকদের প্রয়োজন ৭২ রান।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা ছিল বাংলাদেশের। শক্তিশালী ভারতের বিপক্ষে এগিয়ে থেকেই দিন শেষ করেছিল টিম টাইগার্স। তবে দ্বিতীয় দিনের শুরুতে অশ্বিন আর কুলদ্বীপের ব্যাটে ভর করে চারশ ছাড়ায় সফরকারীদের সংগ্রহ। এরপর বল হাতেও ঝড় তুললেন কুলদ্বীপ আর সিরাজরা। এ দুই বোলারের তোপে শুরুর আগেই যেন শেষ বাংলাদেশের ইনিংস।

উইকেট হারানোর মিছিলে দিন শেষের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে মিরাজ আর এবাদতের ব্যাটে কোনো মতে দিন পার করেছে বাংলাদেশ। ৩৫ বল খেলে ১৬ রানে অপরাজিত আছেন মিরাজ। এছাড়া এবাদত ২৭ বল খেলে করেছেন ১৩ রান।

এর আগে ভারতের প্রথম ইনিংসের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের করা ওয়াইড লেংথের বলে উইকেটরক্ষক রিশভ পন্তকে ক্যাচ দেন তিনি। ওয়ানডাউনে নামা ইয়াসির আলি এসেও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। উমেশ যাদবের বলে ইনসাইড-এজ হয়ে স্টাম্প হারিয়ে ফেলেন তিনি। ফেরার আগে ১৭ বলে ৪ রান করেন ইয়াসির।

তিন উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাস ও জাকির হাসানের ব্যাটে আক্রমণ শুরু করে বাংলাদেশ। টাইগারদের সেই আক্রমণ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আশা-ভরসার পাত্র লিটন দাসকে ফিরিয়ে তাতে বাগড়া দেন ভারতের মোহাম্মদ সিরাজ। লিটন আউট হন ব্যক্তিগত ২৪ রানে। ৩০ বলে তার ইনিংসে ছিল ৫টি ছারের মার। অভিষিক্ত জাকির হাসানও জ্বলে উঠতে পারেননি। ভালো ইনটেন্ট দেখিয়েও তিনি আউট সিরাজের বলে, ২০ রানে।

জাকিরের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে কিছুটা সময় অতিবাহিত করেন সাকিব আল হাসান। ২৫ বল খেলে ৩ রান করে তিনি কুলদীপ যাদবের শিকারে পরিণত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৭৯ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিক ১৮ ও শূন্য রানে ব্যাট করছেন নুরুল হাসান সোহান।

এর আগে সব কটি উইকেট হারিয়ে ৪০৪ রান সংগ্রহ করেছে ভারত। চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার, দুজনেই আউট হন শতকের কাছাকাছি গিয়ে। বাংলাদেশের বোলিং লাইনআপের বিপক্ষে পূজাররা ৯০ ও আইয়ার ৮৬ রান করেন। হাফসেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন। বিপরীতে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ, দুজনেই পান ৪টি করে উইকেট।

৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত প্রথমদিকেই হারায় শ্রেয়াস আইয়ারের উইকেট। সেঞ্চুরির আগেই এবাদত হোসেনের বলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ১৯২ বলে ভারত ব্যাটার করেন ৮৬ রান। প্রথম দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ৮২ রানে। ২৯৩ রানের ৭ উইকেট তুলে নেয়ার পর রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের জুটি ভাঙতেই পারছিল না বাংলাদেশ। দীর্ঘ প্রতিক্ষার পর মেহেদী হাসান মিরাজের বলে অবশেষে সাফল্যের দেখা পায় টাইগাররা।

অশ্বিনকে ৫৮ রানে ফেরান বাংলাদেশ অলরাউন্ডার। অশ্বিনের পর দ্রুতই ফিরে যান হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা কুলদীপ। ১১৪ বলে তিনি আউট হন ৪০ রানে। ভারতের শেষ উইকেটটিও নেন মিরাজ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!