রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার সমকালকে বলেন, বিমানবন্দরের ৩ নম্বর গেটে তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১০ মিনিটে খবর আসে। কুর্মিটোলা থেকে তিনটি ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ফায়ার হেডকোয়ার্টার থেকে আরও একটি ইউনিট রওয়ানা হয়েছিল। তবে আগুন নিয়ন্ত্রণে ওই ইউনিটকে অংশ নিতে হয়নি।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।