শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ভারতের অরুণাচলের তাওয়াং সীমান্তে চীন ও ভারতের সৈন্যদের মধ্যে সংঘর্ঘ, বেশ কয়েকজন আহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অরুণাচলের তাওয়াং সীমান্তে চীন ও ভারতের সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছে। খবর এনডিটিভি।

শুক্রবার রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনারা তাদের বাধা দেয়। এতে এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হাতাহাতি এবং লাঠি-পাথর নিয়ে সংঘর্ষে ভারতীয় সেনার ৬ জন সেনা আহত হয়েছে।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, প্রায় ৩০০ চিনা সেনা তাওয়াঙের ওই সেক্টরে অনুপ্রবেশ করেছিল। কিন্তু ভারতীয় সেনা প্রস্তুত থাকায় তারা সুবিধা করতে পারেনি।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। এর আগে কমান্ডার পর্যায়ে উভয়পক্ষের বৈঠক হয় বলেও জানায় তারা।

তবে এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য জানা যায়নি। একজন প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র সংঘর্ষের সময় ভারতীয় বা চীনা সৈন্যদের আহত হওয়ার বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন