খুলনা নগরীর নতুন বাজার এলাকা থেকে রাশেদা নামে ৯ বছরের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নতুন বাজার বস্তির সালাউদ্দিনের গলির নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শিশুটির সৎ বাবা মো. রাশেদ। বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রাশেদার সৎ বাবা মো. রাশেদ ও মা তুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রাশেদা নতুন বাজার বস্তি এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। প্রায় ৫ বছর আগে রাশেদার বাবা মারা যায়। পরের বছর তার মা তুলি, মো. রাশেদ নামে এক যুবককে বিয়ে করে। এই দম্পতির ঘরে আরও একটি শিশু কন্যা রয়েছে।
স্থানীয়রা জানান, শিশু রাশেদাকে প্রায়ই মারধর ও নির্যাতন করতো তার সৎ বাবা ও মা। মারধরের একপর্যায়ে প্রায় গলা চেপে ধরতো। সোমবার দুপুর দুইটার দিকে হঠাৎ তার সৎ বাবা রাশেদা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। শিশুর মৃত্যুর জন্য তার সৎ বাবা মো. রাশেদকে দায়ী করে ও তার বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা।
খুলনা সদর থানা ওসি হাসান আল মামুন জানান, ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা-মাকে আটক করা হয়েছে।