বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নাশকতা চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৪ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটককৃতরা হল, মোরেলগঞ্জ পৌর সভার আদর্শ পাড়ার মো. মশিউর রহমান শফিক(৫৭), গুলিশাখালির মো. আব্বাস উদ্দিন হাওলাদার(৬৫), একই এলাকার মো. মোস্তাফিজুর রহমান(৪২), পৌর সভার উত্তর সরালিয়ার মো. আরিফুল ইসলাম অনিক(২৪), একই এলাকার মাসুদ খান চুন্নু(৫৫), একই এলাকার মো. মিজানুর রহমান(৪৮), বারইখালীর মো. বাদল শরীফ(৫২), শ্রেনীখালীর মো. সুমন খান(৪৩), পৌরসভার বারইখালীর মো. এমদাদুল ইসলাম হাওলাদার ইমু(৪০), কালিকাবাড়ির মো. মিজানুর রহমান ওরফে আ. রব(৩৫), পৌরসভার বারইখালীর মো. মিন্টু হাওলাদার(৪০), পূর্ব চিপা বারইখালীর মো. শহিদুল ইসলাম হাওলাদার(৪৫), ডেউয়াতলার মো. আবুল বাশার(৬০) ও হোগলাপাশার এসএম ফেরদৌস(২৯)। আটকৃতদের অধিকাংশই বিএনপি’র নেতাকর্মী এবং বাকিরা জামায়াতের নেতাকর্মী।
থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১২ টার দিকে আসামিরা সেতারা-অব্বাস বিএম কলেজ মাঠে সঙ্গবদ্ধ হয়ে নাশকতার প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১ টি বিস্ফোরিতসহ ৪টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ২৮ জনকে নামিয় ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/ টি আই