বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। যদিও উইকেটের দেখা পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে পঞ্চম ওভার পর্যন্ত।

মেহেদী হাসান মিরাজের করা লেন্থ ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শিখর ধাওয়ান। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে পিচ করলেও ইম্পেক্ট ও হিটিং উইকেটের মধ্যেই।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নাসুম আহমেদের বদলি হিসেবে খেলছেন তাসকিন আহমেদ। আর শান্তর বদলে মাঠে নামছেন ইয়াসির আলী।

ভারতও তাদের একাদশে দুই পরিবর্তন এনেছে। ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়া রোহিত শর্মার বদলে তারা ইশান কিশানকে দলে নিয়েছে। আর দীপক চাহারের বদলি কুলদীপ যাদব।

বাংলাদেশ একাদশ-

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, ইয়াসির আলী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারত একাদশ-

শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন