ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ৮ম ম্যাচে সানরাজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অনায়াস জয়ে আসরে নিজেদের প্রথম সাফল্যের দেখা পেল দলটি। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে এটি হায়দরাবাদের দ্বিতীয় পরাজয়।
আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে হায়দরাবাদ। দলের পক্ষে মনিশ পাণ্ডে অর্ধ-শতক হাঁকালেও ঋদ্ধিমান সাহার দৃষ্টিকটু ধীর ব্যাটিং দলীয় সংগ্রহ বড় হতে দেয়নি।
৩৮ বলের মোকাবেলায় ৫১ রান করা মনিশের ইনিংসই দলের পক্ষে সর্বোচ্চ। ৩১ বলে মাত্র ৩০ রান করেন ঋদ্ধিমান। এছাড়া ডেভিড ওয়ার্নার ৩৬ রান করেন। ১১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী।
কলকাতার পক্ষে আঁটসাঁট বোলিংয়ে একটি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স ও বরুণ চক্রবর্তী। একটি উইকেট পান আন্দ্রে রাসেলও।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই সুনীল নারাইনকে হারিয়ে ফেলে কলকাতা। তবে দলের বিপদ ঘটতে দেননি শুভম্যান গিল। ২৬ রান করে নিতিশ রানার বিদায়ের পরপরই শূন্য রানে সাজঘরে ফেরেন কার্তিক, তাতে একটু চাপেও পড়ে যায় দল। তবে গিলের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
গিলকে দারুণ সঙ্গ দিয়েছেন ইয়ন মরগান। ২৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনটি চার ও দুটি ছক্কা হাঁকানো মরগান। ম্যাচের সর্বোচ্চ স্কোরার গিল ৬২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন, যার ব্যাট থেকে এসেছে পাঁচটি চার ও দুটি ছক্কা। কলকাতা জয় পায় ৭ উইকেট ও ২ ওভার হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোর
টস : সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদ : ১৪২/৪ (২০ ওভার)
মনিশ ৫১, ওয়ার্নার ৩৬, ঋদ্ধিমান ৩০
রাসেল ১৬/১, কামিন্স ১৯/১
কলকাতা নাইট রাইডার্স : ১৪৫/৩ (১৮ ওভার)
গিল ৭০*, মরগান ৪২*, রানা ২৬
রশিদ ২৫/১, নটরজন ২৭/১
ফল : কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে জয়ী।
খুলনা গেজেট /এমএম