শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার মাঝেও কোমর বেঁধে অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। ঘাম ঝরানো একেকটি সেশন বলে দিচ্ছিল, তারা মাঠে ফিরতে উৎগ্রীব। তামিম, মুশফিক, মাহমুদউল¬াহদের নিবেদনে ছিল না ঘাটতি। প্রস্তুতিতে প্রত্যেকেই পাবেন লেটার মার্কস।
শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি। সফর হবে কিনা নিশ্চিত বলতে পারছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট শ্রীলঙ্কা থেকে আসেনি ভালো খবর। সফর ঝুলে থাকায় ক্রিকেটারদের অনুশীলনে বিরতি দিয়েছে বিসিবি। আজ রবিবার থেকে তিনদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। তবে হোটেলে আইসোলেশনেই থাকতে হবে তাদের।
শনিবার জাতীয় দলের নির্বাচক, টিম ম্যানেজমেন্ট প্রতিনিধি ও বিসিবির প্রধান নির্বাহীকে নিয়ে আলোচনায় বসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সফর নিয়ে সিদ্ধান্ত না আসায় দল নিয়ে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন নীতিনির্ধারকরা।
জানা গেছে, টিম ম্যানেজমেন্ট থেকেই বিরতির প্রস্তাব দেয়া হয়। ক্রিকেটাররাও চাচ্ছেন দীর্ঘ সময়ের পর একটি বিরতি। তাদের চাওয়া মতোই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগ। আকরাম খান বলেন, ‘আমরা তিন দিনের বিরতি দিয়েছি। তারপর আবার আমরা অনুশীলন চালাব। আশা করছি দুই-তিনদিনের মধ্যে উত্তরটা আসবে শ্রীলঙ্কা থেকে।’
গত ২০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটাররা হোটেল সোনারগাঁওয়ে আইসোলেশনে রয়েছে। সেখান থেকে নিয়মিত অনুশীলন করছেন তারা। হোটেলে তাদের চলাফেরা নিয়ন্ত্রিত। দুইটি ফ্লোর বাংলাদেশ দলের জন্য আলাদা করা হয়েছে। হোটেলের নির্দিষ্ট করা ক্লিনার ও বয় আছেন আইসোলেশন জোনে। সেখান থেকে তারা নিচে নামা বা অন্য কোনো ফ্লোরে যেতে পারছেন না। হোটেলের অন্য কেউ ওই দুই ফ্লোরে প্রবেশ করতে পারছেন না। এ ছাড়াও হোটেলের একটা লিফট এবং দুটি ডাইনিং আইসোলেশন করা হয়েছে।
খুলনা গেজেট/এএমআর