খুলনার বসুপাড়ায় একটি বাড়িতে আম গাছে আগাম মুকুল এসেছে। সেখানে বসবাসকারী রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান বলেন, এটি স্থানীয় জাতের আম। আমি দীর্ঘ আট বছর যাবৎ গাছটিতে আগাম মুকুল আসতে দেখছি। গাছে প্রচুর ফলন হয়। আকারে ছোট হলেও খেতে মিষ্টি, আশ কম, এই মুকুল থেকে যখন গুটি হবে তখন আবার নতুন করে মুকুল আসে। এ বছর ২০ দিন আগে মুকুল এসেছে।
