দাখিল পরীক্ষায় খুলনার মাদ্রাসাগুলোর মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে ঐতিহ্যবাহী খুলনা আলিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে এবার এবার শতভাগ ছাত্র দাখিল পাশ করেছে। এছাড়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সর্বোচ্চ সংখ্যক ৫০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলান আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়া জানান, এ বছর ১০২ জন ছাত্র দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন।
অন্যদিকে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী জানান, তাদের মাদ্রাসায় ৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯১ জন পাশ করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন।
এছাড়া খুলনার তালিমুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুল সউদ জাননা, তার মাদ্রাসা থেকে এ বছর ৭২ জন ছাত্র অংশ নিয়েছেন। এর মধ্যে পাশ করেছেন ৬৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।