এসএসসি পরীক্ষার ফলাফলে খুলনার স্কুলগুলোতে পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবারের পরীক্ষায় খুলনার ৩৯০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ২৪ হাজার ৪৩৯ জন। পাশের হার ৯৫ দশমিক ৭৫ শতাংশ। পাশের হারে যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা। প্রথম হয়েছে যশোর জেলা।
যশোর বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, খুলনার স্কুলগুলো থেকে ১২ হাজার ৮০৯ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ১২ হাজার ১৮৬ জন। ছেলেদের পাশের হার ৯৫ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে ১২ হাজার ৭১৪ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ১২ হাজার ২৫৩ জন। মেয়েদের পাশের হার ৯৬ দশমিক ৩৭ শতাংশ।