খুলনা, বাংলাদেশ | ২০ ফাল্গুন, ১৪৩১ | ৫ মার্চ, ২০২৫

Breaking News

  গুলশান থানার মামলায় সাবেক বিচারপতি মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত
  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

গোপালগঞ্জের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি খালিদ ফকির (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।  খালিদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নতুনচর গ্রামের বাবুল ফকিরের ছেলে।

জানা গেছে, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর খালিদ ফকির ও তার সঙ্গীরা অটোবাইক ভাড়া নেয়ার কথা বলে সদর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের নজরুল মোল্লার ছেলে জাহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে। পরে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় লাশ ফেলে অটোবাইকটি নিয়ে যায়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে খালিদ, রাজ্জাক, হাসান, দিপুল ও ফসিয়ারকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিল করে।

চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে বিচারিক কার্যক্রম শেষে গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত  খালিদ ফকিরসহ ৫ জন আসামিকে গেল বছরের ২৫ নভেম্বর মৃত্যুদন্ড প্রদান করেন। আসামিরা রায় ঘোষনার সময় থেকে পলাতক ছিল।

গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে সদর থানার এসআই রাসেল আহমেদ ও আশুলিয়া থানা পুলিশের সহযোগীতায় আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে হাজতে পাঠানো হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!