আদালতের সামনে থেকে দুই জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় নেতৃত্বদানকারীসহ অংশ নেয়া বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, এই মুহূর্তে সন্তোষজনক কোন উত্তর দেয়া যাচ্ছে না। তবে কিভাবে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়েছে তার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, যাদের শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় ১০ থেকে ১২ জন অংশ নেন বলে জানান সিটিটিসি’র এই কর্মকর্তা।