পুলিশের চোখে স্প্রে মেরে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে এসে বিষয়টি নিশ্চিত করেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি ঘটনাস্থলে আসেন।
এর আগে এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। মোটরসাইকেলে করে এসে আসামিদের ছিনিয়ে নেয়া হয়। দুই আসামি হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।
সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে আসামিদের হাজির করে হাজত খানায় নেয়ার সময় চার আসামির মধ্য থেকে দু’জনকে ছিনিয়ে নেয়া হয়।
এদিকে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আদালত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশের মহাপরিদর্শক থেকে জানানো হয়েছে, আসামিদের ধরার জন্য যেকোনোভাবে সবার থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। এক্ষেত্রে কেউ যদি তাদের সন্ধান বা অন্য কোনোভাবে ধরতে সহযোগিতা করে তাহলে তাদের পুরস্কার হিসাবে ১০ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।